কাঠালিয়ায় বেশি ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারের দন্ড

Slider গ্রাম বাংলা

14408926_539825559534129_233043159_n

 

জহির উদ্দিন বাবর, ঝালকাঠি । ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া-বেতাগী খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়, টোলঘরে সরকার নির্ধারিত টোলের হার ঝুলানো না থাকায় ও যাত্রীদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগের ভিত্তিতে খেয়ার ইজারাদার গোলাম মাওলা-কে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান অদালত।

এসময় এ প্রতিবেদক ঐ খেয়ায় উপস্থিত ছিলেন এবং তার কাছ হতেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া আদায় করা হয় । বুধবার সকালে কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর নেতৃত্বে কাঠালিয়ার কচুয়া-বেতাগী খেয়াঘাটে মোবাইল কোর্ট পরিচালিত হয় । প্রথম বারের মত অপরাধকে বিবেচনায় নিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় খেয়ার ইজারাদার গোলাম মাওলা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় তিনি বলেন, এরপরও যদি ইজারাদার কর্তৃক বেশি ভাড়া আদায় কিংবা যাত্রীদের হয়রানি করা হয় তবে বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *