চাঁদাবাজির মামলায় সংসদ সদস্যের ছেলে গ্রেপ্তার

Slider রাজনীতি

31951_grep

 

সাতক্ষীরা; চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমপি রিফাত আমিন সাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সদস্য।
আজ রোববার দুপুরে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা মানবজমিনকে জানান, রুমন একটি মাইক্রোবাস যোগে সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শহরের চৌরঙ্গী মোড়ের মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেট এর দায়ের করা দুটি চাাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা উজ্বলসহ চারজনকে মারপিট করে সংবাদ শিরোনাম হন রুমন। ওই রাতেই রুমন সাতক্ষীরার ভোমরায় নিজের গাড়ি দুর্ঘটনার পর অজ্ঞাত স্থানে চলে যান। পরদিন রাতে তিনি এক নারীসহ শহরের মাগুরার বউ বাজারের পাশে বাঁশতলার সোনা চোরাচালানি মিলন পালের বাগান বাড়িতে আড্ডা দেন। সকালে এ খবর জানাজানি হতেই গ্রামবাসী বাড়ি ঘিরে গনপিটুনি দেয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *