উডিসি উদ্যোক্তা ফোরামের কমিটি গঠিত

Slider বরিশাল
14331724_536533149863370_694935634_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : ঝালকাঠি জেলার প্রত্যেকটি উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের কমিটি গঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার সভাপতি পদে এস এম মাহামুদ শুভ এবংসাধারণ সম্পাদক পদে মো: জাফরান খানকে নির্বাচিত করে কমিটি ঘোষিত হয়েছে। নলছিটি উপজেলার সভাপতি মোঃ শাহাবুদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোঃ মাশুকুর রহমান নির্বাচিত হয়েছেন।
রাজাপুর উপজেলার মো: বেল্লাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো: মহিম হোসেন নির্বাচিত হয়েছেন। কাঠালিয়া উপজেলার সভাপতি মো. রেজাউল করিম (জুয়েল) ও সাধারণ সম্পাদক পদে অতিন্দ্রনাথ মন্ডল নির্বাচিত হয়েছেন। ৪টি উপজেলাতেই ১১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। পুর্নাঙ্গ জেলা কমিটি ঘোষণারও প্রস্তুতি চলছে । আলোচনা সভায় জেলার ৬৪ টি ইউডিসির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *