বয়লার বিস্ফোরণে নিহত মঠবাড়িয়ার আল মামুন দুলালের দাফন সম্পন্ন

Slider বাংলার মুখোমুখি
14356037_536445556538796_1166850753_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : গাজিপুরে বয়লার বিস্ফোরণে নিহত আল-মামুন দুলালের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে আজ রোববার দুপুরে নিহত আল মামুন দুলালের লাশ এ্যাম্বুলেন্স যোগে তার নিজ বাড়ি বড়মাছুয়াতে নিয়ে আসা হয়।
রোববার জোহর নামাজ বাদ নিহত দুলালের লাশের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভয়াবহ বয়লার বিস্ফোরণে ২৭ জন নিহতের মধ্যে মঠবাড়িয়ার আল-মামুন দুলাল (৪৫) দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়। টঙ্গী বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের পলি প্যাকেজিং কারখানায় আল মামুন শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের নূরুল আমীন আকনের মেজ ছেলে। নিহত দুলাল ১ মেয়ে ও ২ছেলের জনক। আজ রোববার দুপুরে দুলালের লাশ বলেশ্বর নদী তীরবর্তী বড়মাছুয়া গ্রামের বাড়িতে এসে পৌছলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে আজ রোববার দুপুরে নিহত আল মামুন দুলালের লাশ এ্যাম্বুলেন্স যোগে তার নিজ বাড়ি বড়মাছুয়াতে নিয়ে আসা হয়। টাম্পাকো ফয়েলস লিমিটেডের পলিপ্যাকেজিং কারখানার কতৃপক্ষ এ্যাম্বুলেন্স ভাড়া বাবদ নগদ সতের হাজার টাকা ও পরবর্তীতে নিহতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়ে আল মামুন দুলালের লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। দুলালের স্ত্রী খাজিদা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, শনিবার রাতের গাড়িতে বৃদ্ধ মা-বাবা ও সন্তানদের সাথে ঈদ করতে আসবে বলে মোবাইলে জানিয়েছিল। আমি এখন তিনটি ইয়াতিম সন্তানকে নিয়ে এখন কোথায় দাড়াবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *