গাজীপুরে বিএনপির মানববন্ধন পন্ড দিয়েছে পুলিশ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

bnp-2

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: লোডশেডিং এর প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধন পন্ড করে দিয়েছে গাজীপুর পুলিশ।

মঙ্গলবার  বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর শহরে অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে গাজীপুর পৌর বিএনপি এক মানববন্ধনের আয়োজন করে। দলীয় কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডের পাশে মানববন্ধন শুরু করলে পুলিশ বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশ নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করতে বাধ্য করে।

এসময় জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে এক প্রতিবাদ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ মাজহারুল আলম মন্ডল, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, মুক্তিযোদ্ধা জবিউল্লাহ জবু, গাজীপুর পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রুকনোজ্জামান সরকার উজ্জ্বল, জিএস নূরে আলম, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সজীব প্রমূখ।

এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ মাজহারুল আলম মন্ডল বলেছেন, পুলিশ মানববন্ধন করতে দেয়নি।

কর্তব্যরত উপ-পরিদর্শক(এসআই) কামরুল হাসান  বলেছেন, অনুমতি না থাকায় মানববন্ধন করতে দেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *