চরফ্যাশনে পশুর হাটে প্রাণিসম্পদ বিভাগের মনিটরিং কার্যক্রম

Slider বাংলার সুখবর
14302403_954496197995254_1566578142_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে:  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আয়োজিত ভোলার চরফ্যাশন উপজেলার মুখরবান্ধার অস্থায়ী পশুর হাটে  শুক্রবার প্রাণিসম্পদ বিভাগের ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনার ধারাবাহিক কার্যক্রম উপলক্ষে আয়োজিত ডিজিটাল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা লাইভস্টক অফিসার ডা. প্রদীপ কুমার কর্মকার। হালিমাবাদ আইসিএম ক্লাবের সৌজন্যে মাল্টিমিডিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশু হৃষ্ট পুষ্ট করণ পদ্ধতি প্রদর্শন এবং প্রাণিসম্পদের প্রতি ইতিবাচক মনোভাবে উদ্ভুদ্ধকরণ সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. হিরন্ময় বিশ্বাস, ইউএলও, চরফ্যাশন, ডা. রাবেয়া শারমিন, ভিএস,লালমোহন সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডা. হিরন্ময় বিশ্বাস,ইউএলও, চরফ্যাশন, ভোলা।প্রধান অতিথি ডা. প্রদীপ কুমার কর্মকার, ডিএলও, ভোলা চরফ্যাশন ইউএলও ডা. হিরন্ময় বিশ্বাসকে তার নেতৃত্বে চরফ্যাশন উপজেলায় ০৩ টি ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনার সফলতার জন্য সাধুবাদ জানান এবং উৎসব মুখর পরিবেশে মুসল্লিগন তাদের পছন্দমত সুস্থ পশু ক্রয় করতে সমর্থ হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ডা. হিরন্ময় বিশ্বাস ইনজেকশন প্রয়োগে গরু মোটা তাজাকরন তথা জনমনে ষ্টেরয়েড আতংক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জানান মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আওতায় বিভিন্ন অভিযান পরিচালনা, কৃষক, খামারী, গরু ব্যবসায়ীদেরকে এ বিষয়ে সচেতন করার আগাম ব্যবস্থা গ্রহণ, প্রশিক্ষণ প্রদানের ফলে জনমনে এখন আতংক নেই।তিনি আরো জানান বাংলাদেশকে পশুর জন্য আর ভারত নির্ভর হতে হচ্ছেনা।দেশীয় পর্যাপ্ত উৎপাদনে দেশের মানুষের চাহিদা মিটেও কোরবানীর পশু সারপ্লাস থাকছে। আজকের কর্মশালায় ৩০ টি গাভীর গর্ভ পরীক্ষা সহ অনেকগুলো গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *