রাজশাহী করেসপন্ডেন্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে দরজা ভেঙে ওই শিক্ষকের অসার দেহ উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষিকার নাম আকতার জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষকদের জন্য নির্ধারিত জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে তিনি একাই থাকতেন। ভবনের কর্মচারীরা জানিয়েছেন, কয়েক দিন থেকেই তাকে দেখা যাচ্ছিল না।
শুক্রবার দুপুরে তার ছেলে অন্য শিক্ষকদের জানান যে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বিষয়টি অন্য শিক্ষকেরা জানার পর জুবেরী ভবনে গিয়ে তার কক্ষ ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে মশারির ভেতর শায়িত অবস্থায় তাঁকে পাওয়া যায়। বিভাগের সভাপতি শাতিল সিরাজ জানান, তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।