শফিক রেহমান হাসপাতালে

Slider সারাদেশ

30815_b1

 

ঢাকা: বিভিন্ন রোগে ভুগছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। তার ওজন কমে যাওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে শরীর। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েই তিনি ভর্তি হয়েছেন রাজধানীর বারডেম হাসপাতালে।
বর্তমানে হাসপাতালের দশতলায় একটি কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক একে আজাদ খানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে ডায়াবেটিসসহ কয়েকটি রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার পরিবার সূত্র জানিয়েছে, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন প্রবীণ এ সাংবাদিকের পূর্ণবিশ্রামে থেকে চিকিৎসা নেয়া দরকার। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। তার নাজুক শারীরিক পরিস্থিতির কারণে চিকিৎসা শেষে কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তাও এখন পর্যন্ত নিশ্চিত করেননি চিকিৎসকরা। এ জন্য মুক্তি পেলেও পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন ছাড়া কাউকে সাক্ষাৎ দিচ্ছেন না তিনি। তাই হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে তার সাক্ষাৎপ্রার্থী শুভাকাঙক্ষীদের। শফিক রেহমানের ধমনীতে আগে থেকেই একটি নল প্রতিস্থাপন করা আছে। এছাড়া, তিনি উচ্চমাত্রায় ডায়াবেটিসে ভুগছেন। বয়সজনিত কারণে সতর্কতার সঙ্গে তার চিকিৎসা প্রয়োজন। শফিক রেহমানের পরিবার সূত্র জানায়, আটকের পর মানসিক চাপ এবং কারাগারে প্রথম দিকে ডিভিশন না পাওয়ায় শারীরিকভাবে বেশ ভোগান্তির শিকার হন তিনি। বিশেষ করে কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি অবস্থায় তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়। উচ্চ আদালতের নির্দেশে কারা ডিভিশন পেলে তাকে স্থানান্তর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি সেলে। সেখানে ফের তিনি অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে কাশিমপুর কারাগার পার্ট ২-এ স্থানান্তর করা হয়। কারাবন্দি অবস্থায় কেবল কাশিমপুর কারাগারের পার্ট-২তে অবস্থানের দিনগুলোই ছিল কিছুটা স্বস্তির। অবশেষে বয়স ও অসুস্থ বিবেচনায় গত ৩১শে আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শর্তসাপেক্ষে তাকে তিন মাসের অথবা ওই মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত জামিন মঞ্জুর করেন। পরিবারের তরফে এখন তার চিকিৎসাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। পরিবার সূত্র জানায়, শফিক রেহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাভিশনে প্রচারিত ‘লালগোলাপ’ আর্ট শো-টি বেশ জনপ্রিয়। সে আর্ট শো’র অনেক দর্শক ফোনে জানতে চাইছেন কবে নতুন পর্ব নিয়ে ফিরছেন শফিক রেহমান। কিন্তু শফিক রেহমানের শারীরিক নাজুক পরিস্থিতির কারণে ‘লালগোলাপ’-এর দর্শকদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *