অবিবাহিতদের বাড়ি ভাড়ায় কাউকে নিষেধ করা হয়নি

Slider জাতীয়

5dc2064ebe577d38bc5a947266e057b7-igp

ঢাকা: শিক্ষার্থী বা ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে কাউকে কোনো প্রকার নিষেধ করা হয়নি। শুধু বলা হয়েছে, ভাড়াটের তথ্যগুলো রাখতে।
আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে এক জঙ্গিবিরোধী সংলাপ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজন করে।
বিতার্কিকদের পুলিশের আইজি বলেন, ভুল বুঝিয়ে, জান্নাতের পথে নেওয়ার স্বপ্ন দেখিয়ে যারা মোটিভেট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। অনলাইন প্রোপাগান্ডা সম্বন্ধে চোখ-কান খোলা রাখতে হবে।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কে এম শহীদুল হক বলেন, অতীতে যে ছাত্ররাজনীতি ছিল, এখন আর তা নেই। এখন তাদের মধ্যে কেউ কেউ ছাত্ররাজনীতিকে রোজগারের অবলম্বন মনে করে। তবে ছাত্ররাজনীতি থাকা দরকার এবং তা গঠনমূলক হওয়া উচিত। কারণ, জাতীয় রাজনীতি সম্বন্ধে তারা জানবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের কাজের মূল্যায়ন জনগণ করবে।

এ কে এম শহীদুল হক বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার কারণে বাংলাদেশ সারা বিশ্বে জঙ্গি কার্যক্রমের জন্য আলোচিত হয়েছে। এটি ছিল একটি ট্র্যাজেডি। এর ফলে উন্নয়নকর্মী, বিনিয়োগকারীদের মধ্যে ভীতি-আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে জঙ্গিদের নিয়ন্ত্রণে সফলতা এসেছে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুলশানের হলি আর্টিজানের ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তাঁরা মানুষের বন্ধু।

ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খানের সঞ্চালনায় সংলাপে ইবাইস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *