স্টাফ করেসপন্ডেন্ট, কাশিমপুর কারাগার ফটক থেকে: যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা মীর কাসেম আলী মৃত্যু ভয়ে ভীত নন । যারা তাকে ফাঁসিতে ঝুলাচ্ছেন তাদের পরাজয় হবে বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে কারা ফটকে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, আমরা উনার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। উনি মৃত্যু ভয়ে ভীত নন। তিনি বলেছেন, এ মৃত্যু শহীদী মৃত্যু। যারা তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে তাদের পরাজয় হবে, এদেশে একদিন ইসলাম বিজয়ী হবে।
সন্ধ্যা পৌনে সাতটায় মীর কাসেমের পরিবারের সদস্যরা কারাগার থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকাল পৌনে চারটার দিকে তারা মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে ছয়টি গাড়িতে করে কাশিমপুর কারাগারে পৌঁছান।