ওয়ালশ-ই হলেন বাংলাদেশের বোলিং কোচ

Slider খেলা

29823_Walse

 

ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হলেন কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ পেসারকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করবে বলে জানিয়েছে বিসিবি। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন বলে জানিয়েছে তারা। ক’দিন ধরেই ওয়ালসের বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ পেসার ১৩২ টেস্টে ৫১৯ ও ২০৫ ওয়ানডেতে ২২৭ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে ২২ টেস্টে নেতৃত্ব দেয়া এ খেলোয়াড় ২০০১ সালে অবসরে যান। বাংলাদেশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি পেসার। বলেন, ‘বিসিবিতে স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। কয়েক বছল ধরে আমি বাংলাদেশের ক্রিকেটকে অনুসরন করছি। বুঝেছি, সেখানে দারুণ প্রতিভাবান সব ক্রিকেটার রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *