চট্টগ্রাম: নগরের বাকলিয়া এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই দুই ব্যক্তিকে আটক করেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন আজ বুধবার সকালে বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে ব্রিফিংয়ে জানানো হবে।