রামপাল আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্য নয়

Slider ফুলজান বিবির বাংলা

29383_anumohammod

 

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে বিএনপির সঙ্গে কোনো ঐক্য না করার ঘোষণা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্যসচিব আনু মোহাম্মদ। আজ সোমবার বেলা ১১ টায় রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবন মিলনায়তনে  তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এই প্রকল্প পুনর্বিবেচনার চিন্তা করলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি আলোচনাতেও রাজি। এসময় তেল- গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যাব। গণজাগরণ সৃষ্টি করে আন্দোলনকে আরও বেগবান করা হবে। সংবাদ সম্মেলনে আনু মোহাম্মদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন নিয়ে বিষোদ্গার করেছেন। কিন্তু মনে রাখতে হবে ১০ বছর আগে যখন বিএনপি-জামায়াত সরকার দিনাজপুরের ফুলবাড়ীতে গুলি চালিয়েছিল, সাধারণ মানুষ তখন ব্যাপক গণজাগরণ তৈরি করেছিল। আওয়ামী লীগ সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে সময় বর্তমান সরকারের মতোই তৎকালীন সরকার ‘থলের বিড়াল তত্ত্ব’ হাজির করেছিল। আন্দোলন নিয়ে নানা কুৎসা রচনা করেছিল। সরকারে থাকলে একই দলগুলোর ভূমিকা সম্পূর্ণ বিপরীত হয়। গুলি, লাঠি, টিয়ার গ্যাস, হামলা, নির্যাতন, কুৎসার কোনো কিছুই তারা বাদ দেয় না। বর্তমান সরকারের ভূমিকাও এর প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *