গাজীপুরে কেন্দ্রিয় ছাত্রলীগ নেতার জমি দখল অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি

IMG_20140927_175813
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহানগরের ইটাহাটা এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় এক নেতার জমি দখল হয়েছে। প্রতিপক্ষ আওয়ামীলীগের এক স্থানীয় নেতার পক্ষে পুলিশ কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের নিকটে ওই ঘটনা ঘটে।

শনিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সদস্য মোঃ রকিব সরকার জয়দেবপুর থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরীতে তিনি বলেন, ১৭.৩৪ শতাংশ জমির ক্রয় সূত্রে তিনি মালিক হয়ে ভোগদখলে রয়েছেন। সম্প্রতি প্রতিপক্ষ স্বশস্ত্র অবস্থায় নালিশি জমির চারিদিকে ঘোরাফেরা ও ভয় ভীতি প্রদর্শন করছেন। এই অবস্থায় ২৪সেপ্টেম্বর গাজীপুরের বিজ্ঞ আদালতে জয়গার নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি আবেদন করেন। আদালত প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারী করে ২৯ সেপ্টেম্বর সোমবার শুনানীর দিন ধার্য করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে নালিশি জায়গায় বেশ কিছুু অজ্ঞাতনামা লোক প্রবেশ করে নির্মান কাজ শুরু করেন। এসময় হঠাৎ করে কয়েক গাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবরদখলকারীদের সহযোগিতা করার জন্য অবস্থান করে। ফলে পুলিশি নিরাপত্তায় জমি দখলের কাজ চলে।

gp police-1

জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার(এসআই) মাহমুদুল হাসান বলেন, পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সত্য নয়।  নির্মান কাজের বিষয়ে তাদের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। তাই পুলিশ গিয়েছে। আদালতের আদেশ ছাড়া কাজ বন্ধ করতে পারিনা। তবে আদালতের নোটিশের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *