মরার আগে মরতে চাইনা’

Slider জাতীয়

file

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জন্মালে প্রত্যেককে মরতে হবেই। এই মৃত্যু যেকোনো সময় আসতে পারে। কাজেই যত বাধা-বিপত্তি যা-ই আসুক। মরার আগে আমি মরতে রাজি নই। আজ রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত ২১শে আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমি কখনো মৃত্যুকে ভয় করি না। একমাত্র আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করি না। আল্লাহর কাছে সেজদা দিই, আল্লাহর কাছেই মাথা নত করি। আর কারও কাছে করি না। আমি জাতির পিতার কন্যা, সেটা সব সময় মনে রাখি। আমি কখনো মুত্যুর ভয়ে ভীত ছিলাম না। ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলাই আমার লক্ষ্য। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলাই আমার প্রতিজ্ঞা। এ জন্য প্রত্যেক মুজিব সৈনিককে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস করে, গ্রেনেড হামলা করে, তাদের স্থান যেন বাংলার মাটিতে না হয়। এ বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। কারণ, তারা কখনো বাংলাদেশের মানুষকে অমঙ্গল ছাড়া কল্যাণ দিতে পারে না। তারা তো স্বাধীনতায় বিশ্বাস করে না, সেখানেই তারা বারবার আঘাত আনে। ২১ আগস্টের মতো ঘটনা যেন আর না ঘটে সেটাই আমরা চাই। এর আগে ২১ আগস্টে নিহত ব্যক্তিদের স্মরণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। সেখানে তিনি ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে অস্থায়ী বেদিতে দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *