শ্রীপুরে যুবলীগ নেতার বাসায় হামলা

গ্রাম বাংলা ঢাকা নারী ও শিশু বাংলার মুখোমুখি রাজনীতি

73508_adalot shaja logo
শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: শ্রীপুরের মাওনা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তির জের ধরে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচূর চালিয়েছে স্থানীয় ছাত্র দলের একটি গ্রুপ।

বৃহসপতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপনের বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকালে মাওনা বাজারে স্থানীয় ছাত্রদল ও যুবলীগের মধ্যে রাজনীতি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে স্থানীয় ছাত্র দল নেতা মোঃ আলামিন ও সুমন মিয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করেন। এই ঘটনার প্রতিবাদে যুবলীগ নেতা তরিকুল ইসলাম ছাত্রদল নেতা আলামিন ও সুমনকে ধরে  স্থাণীয় আওয়ামীলীগ অফিসে নিয়ে যায়। অতঃপর নিজেদের মধ্যে আপস মিমাংসা শেষে আলামিন ও সুমনকে ছেড়ে দেয়া হয়।

সূত্র জানায়, ওই ঘটনার জের ধরে আলামিন ও সুমন সংঘবদ্ধভাবে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তরিকুল ইসলাম রিপনের বাসায় হামলা করে ব্যাপক ভাংচূর করে। এ সময় তারা রিপনের মার্কেটের একটি দেকোনে হামলা করে ক্যাশ বাক্স নিয়ে যায়।

তরিকুল ইসলাম রিপন  জানান, ছাত্রদলের সন্ত্রাসীরা ক্যাশ বাক্সে থাকা প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ভাংচূর করেছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসীনুল কাদির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা কিনা তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *