জ্বালানি বহনে বাংলাদেশের সড়ক ব্যবহারের অনুমতি পেল ভারত

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

th (1)

 

ঢাকা: ভারতীয় জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীন পাবলিক সেক্টর ইউনিট ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। ১৮ই আগস্ট ঢাকায় স্বাক্ষরিত এ সমঝোতাপত্র অনুসারে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের আসাম থেকে ত্রিপুরায় পেট্রোলিয়াম বহন করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাস্তা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারি বর্ষার ফলে ভারতের অভ্যন্তরীণ আসাম-ত্রিপুরা মহাসড়ক (এনএইচ-৪৪) ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পেট্রলিয়াম বহনের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে, বাংলাদেশের রাস্তা ব্যবহারের অনুমতি চেয়ে অনুরোধ পাঠায় দেশটি। ভারত সরকারের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার নিজস্ব রাস্তা দিয়ে পেট্রোলিয়াম পণ্য বহনের অনুমতি দিয়েছে। মানবিক দিক বিবেচনায় এ অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। পেট্রলিয়াম বহনকারী ট্রাকগুলো মেঘালয়ের ডাউকি থেকে সিলেটের তামাবিল দিয়ে ঢুকবে। দেশের অভ্যন্তরীণ রাস্তা থেকে চাতলাপুর হয়ে তা ত্রিপুরার কৈলাশ্বর পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *