রাশিয়া কি জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে!

Slider সারাবিশ্ব

27692_Syria

ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে রাশিয়া কি জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত লঙ্ঘন করছে কিনা তা জানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন মার্কিন সরকারের এটর্নিরা। জাতিসংঘের এ প্রস্তাবটি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির সময়ে পাস হয়েছিল। ওই প্রস্তাবে ইরান ও অন্য কোন দেশের মধ্যে সামরিক যোগাযোগ নিয়ে বিধিনিষেধ ছিল। এর মধ্যে ছিল সামরিক প্রযুক্তি সরবরাহ, বিক্রি ও পরিবহন, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহযোগিতা। এ বিষয়ে মার্ক টোনার বলেন, আমি যতটুকু জানি তা হলো, তারা (রাশিয়া) ইরানকে কোন সামরিক অস্ত্র বা আপত্তিকর কোন অস্ত্র সরবরাহ করছে না। তবে বিষয়টি তার চেয়েও জটিল। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের আইনজীবীরা বিষয়টি পরীক্ষা করে দেখছেন। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে সিদ্ধান্তে আসি নি। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মঙ্গলবার প্রথম ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে মস্কো সিরয়ায় বিমান হামলা চালায়। এতে সিরিয়ার ৫ বছরের গৃহযুদ্ধে আরও গভীরে প্রবেশ করে রাশিয়া। এতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করায় তীব্র সমালোচনা করেছেন। তবে এমন অভিযোগ বুধবার প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মার্ক টোনার বলেছেন, রাশিয়া শুধু ইরানের বিমান ঘাঁটিই ব্যবহার করছে না। একই সঙ্গে তারা বেসামরিক মানুষ ও সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলোকে টার্গেট করছে। এমন পদক্ষেপ সহায়ক নয়। এর মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এরই মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করেছে। এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সিরিয়ায় অস্ত্রবিরতির জন্য টেষ্টা করছি। এটাও সহায়ক হচ্ছে না। মার্ক টোনার আরও বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সহযোগিতা দিতে এখনও যুক্তরাষ্ট্র উদার। তবে এমন চুক্তিতে আসার আগে আমাদেরকে সুনির্দিষ্ট কিছু ইস্যুর সমাধান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *