‘কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে’

Slider জাতীয় বাংলার মুখোমুখি

27607_nasim

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। যেন কোন শত্রু হানা দিতে না পারে। বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নগর দক্ষিণ আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, যেভাবেই কথা বলুক না কেন ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না এবং নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি গণতন্ত্রের কথা বলে। অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনকসহ পরিবারের সদস্যদের হত্যা করেছে, একুশে আগস্টসহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে। এদেশের জনগণের আর বুঝতে বাকী নেই যে তারা কোন ধরণের গণতন্ত্র চায়। সুতরাং এদেরকে উৎখাত করেই এদেশের গণতন্ত্র ঠিকে থাকবে।
মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে  সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *