চার নারী জেএমবির ৩ জন মানারাতের, একজন ঢাকা মেডিকেলের

Slider শিক্ষা

27391_ss

 

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা চারজনই নারী। এরমধ্যে ৩জন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্রী ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক। মানারাত বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রী হলো- আকলিমা রহমান, মৌ ও মেঘনা। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ঐশী। র‌্যাব-৪ এর সিপিসি ১ এর অধিনায়ক মেজর সাইদ বলছেন, আটকদের মধ্যে আকলিমা জেএমবির নারী বিভাগের উপদেষ্টা। অন্যরা তার সহযোগী। গত ২১শে জুলাই জেএমবির ‘দক্ষিণাঞ্চলীয় আমীর’ মো. মাহমুদুল হাসান ওরফে হাসানকে (২৭) টঙ্গী থেকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কয়েকজন নারীর এ দলে যুক্ত থাকার তথ্য পাওয়ার কথা জানা র‌্যাব কর্তকর্তারা। র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির গতকাল সাংবাদিকদের জানান, হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে তারা জানতে পারেন, আকলিমা রহমান নামে জেএমবির এক নারী সদস্য রমজান মাসে ১২ হাজার টাকার তহবিল সংগ্রহ করে দিয়েছেন। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আকলিমা আরবি শিক্ষার কথা বলে বিভিন্ন এলাকায় জনসংযোগ করতেন। তার সঙ্গে অনেকেই সাক্ষাত করতেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *