ফের রিমান্ডে হাসনাত ও তাহমিদ

Slider টপ নিউজ বাংলার আদালত

fileগুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির  সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ফের রিমান্ডে দিয়েছে আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক সাবেক শিক্ষক হাসনাত করিমকে ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। অপর দিকে একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী। এ দুটি তথ্য আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজমিনুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন। গত ৩ আগস্ট পুলিশ জানায় গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুলিশের হেফাজতে রয়েছে। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ ফের তাঁদের রিমান্ডে চায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *