দেশের প্রথম আট লেনের মহাসড়ক উদ্বোধন আজ

Slider জাতীয়

file

 

যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আট লেন মহাসড়ক উদ্বোধন হবে আজ। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরসহ পাঁচটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন। অন্য তিনটি উন্নয়ন প্রকল্প হচ্ছে- পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ছয়টি উপজেলার একশ’ ভাগ বিদ্যুতায়ন, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ধীরগতির যান চলাচলের জন্য যাত্রাবাড়ী থেকে মাওয়া এবং পাঁচচর থেকে ভাঙ্গা পর্যন্ত পৃথক সার্ভিস লেনসহ চার লেন প্রকল্পের (পদ্মা সেতু সংযোগ সড়ক) আপগ্রেডেশন কাজ। বন্দরের রমনাবাদ চ্যানেলে একটি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাসের মধ্য দিয়ে পায়রা বন্দরের অপারেশনাল কর্মকাণ্ড শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯শে নভেম্বর পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক জ্যাম নিরসনের লক্ষ্যে সড়ক ও মহাসড়ক অধিদপ্তর যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত আট লেন বিশিষ্ট মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়ন করে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এই প্রকল্প বাস্তবায়নে ১৩২ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন দেশের ৬টি উপজেলার একশ’ভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করবেন। উপজেলাগুলো হলো-গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর এবং চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *