মোশাররফ করিমের সঙ্গে কলকাতার ‘পাখি’

Slider গ্রাম বাংলা বিনোদন ও মিডিয়া

0f746814894a0d1e29e685f988909448-3

এ দেশে তাঁকে ‘পাখি’ নামেই চেনেন সবাই। ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না দিয়ে তাঁর ‘পাখি’ পরিচিতি। আসল নাম মধুমিতা চক্রবর্তী। মধুমিতা এবার অভিনয় করলেন এ দেশের জনপ্রিয় টিভি তারকা মোশাররফ করিমের সঙ্গে।
এ মাসের শুরুতে ভারতের মানালিতে মেঘবালিকা টেলিছবির শুটিং করেছেন দুই দেশের এই দুই তারকা। এটি নির্মাণ করছেন পরিচালক পারভেজ আমিন। রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ।
শুটিং শেষে গতকাল শনিবার কলকাতা থেকে মুঠোফোনে কথা বলেন মধুমিতা। বললেন, ‘আমি মোশাররফ করিমের দারুণ ভক্ত। তাঁর অভিনীত বেশির ভাগ নাটক ও সিনেমা আমি দেখেছি। বিশেষ করে তাঁর অভিনীত টেলিভিশন সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছি।’
শুটিংয়ের অভিজ্ঞতাও বললেন মধুমিতা, ‘খুবই ভালো লেগেছে। মোশাররফ করিমের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাঁর সঙ্গে আরও কাজ করতে চাই।’
এর আগে মধুমিতা এ দেশের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে টেলিছবি এটাই প্রথম।
ফেসবুকে পরিচালক পারভেজ আমিন টেলিছবিটির গল্প প্রসঙ্গে বলেন, ‘বাড়ি থেকে পালিয়ে এসে প্রেমিককে না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় মেয়েটি। বিপদগ্রস্ত মেয়েটিকে সাহায্য করতে গিয়েই হিরো বনে যায় মোশাররফ করিম। এই নিয়ে এগিয়ে চলে টেলিছবির গল্প।’ এতে আরও অভিনয় করছেন রাশেদ শাওন ও রাশা।
ঈদুল আজহার অনুষ্ঠানমালায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিছবি মেঘবালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *