‘লজ্জা’য় আমি ইসলামের সমালোচনা করিনি : তসলিমা নাসরিন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

73208_taslima
গ্রাম বাংলা ডেস্ক: বিতর্কিত উপন্যাস ‘লজ্জা’য় তিনি ইসলামের কোনোরকম সমালোচনা করেননি, বরং তার অন্যান্য বহু বইয়ে ধর্মের সমালোচনার জন্য তার উপর ফতোয়া জারি হয়েছিল। এমনই দাবি করেছেন বর্তমানে ভারতে বসবাসরত বাংলাদেশের বিতর্কিতা লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমার কথায়, অনেকেই মনে করেন, “‘লজ্জা’য় আমি ইসলামের সমালোচনা করেছি এবং বাংলাদেশের মুসলিম মৌলবাদীরা আমার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। কিন্তু দুটিই অসত্য। লজ্জায় আমি ইসলামের সমালোচনা করিনি। লজ্জায় জন্য ফতোয়া জারি হয়নি। আমার অন্যান্য বইয়ে ইসলামের সমালোচনার জন্য ওই ফতোয়া জারি হয়েছিল।”

তিনি বলেন,  লজ্জাকে প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা যেতে পারে। ধর্মের নামে পৃথিবীজুড়ে যে হিংসা, বিদ্বেষ ও হত্যা চলছে, এটা তারই প্রতিবাদ। লজ্জার ইংরেজি অনুবাদের মুখবন্ধে এ কথা বলেছেন তিনি।

বিতর্কিত উপন্যাসটির বিশেষ ২০তম বর্ষপূর্তির সংস্করণ হিসেবে এই ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। এই নয়া সংস্করণে অনুবাদক হিসেবে কাজ করেছেন সমাজকর্মী ও লেখিকা অঞ্চিতা ঘটক। পেঙ্গুইন বুকস ইন্ডিয়া বইটি প্রকাশ করেছে।

তসলিমার মতে, ‘লজ্জা’ ধর্ম বা ঘৃণার কথা বলে না। মানবিকতা ও ভালোবাসার কথা বলে।
সূত্র : বর্তমান (কলকাতা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *