ভারতের আসামের কোকড়াঝড়ে সাপ্তাহিক হাটে আজ শুক্রবার ‘জঙ্গি’ হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। নিরাপত্তাকর্মীদের সঙ্গে গুলিবিনিময়ে একজন হামলাকারী নিহত হয়।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, আজ কোকড়াঝড়ের বালাজান তিনালি এলাকার বাজারে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের প্রায় ২০ মিনিট ধরে গুলিবিনিময় চলে। নিহত এক হামলাকারীর কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সনোওয়াল।