অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস

Slider জাতীয় সারাবিশ্ব

25774_f4

 

শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ৩রা আগস্ট রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিলেন। বক্তব্যে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং পৃথিবীর বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে অলিম্পিকস ও খেলাধুলায় একসঙ্গে কাজ করে যাওয়া বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর বাইরে থেকে যাওয়া মানুষদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেশনে পৃথিবীর বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর দুই শতাধিক প্রেসিডেন্ট ও তাদের অতিথিরা যোগদান করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখেরের সঞ্চালনায় পরিচালিত এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অ্যান, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট এবং ডেনমার্কের ক্রাউন প্রিন্স লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক। ড. ইউনূস অনুষ্ঠানে ৪৫ মিনিট বক্তব্য দেয়ার পর প্রশ্নোত্তরপর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইটে সেশনটি সরাসরি সম্প্রচার করা হয়। পরে ড. ইউনূসকে ২০২৪ অলিম্পিকের আয়োজক হতে আগ্রহী শহরগুলোর মেয়রদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। প্যারিসের মেয়র অ্যান হিদালগো ছাড়াও এদের মধ্যে ছিলেন লস অ্যানজেলেস, বুদাপেস্ট ও রোমের মেয়রগণ। মি. টমাস বাখ ৩রা আগস্ট অলিম্পিক ভিলেজে অনুষ্ঠেয় রিফিউজি অ্যাথলেট দলের স্বাগত অনুষ্ঠানে যোগ দিতে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, রিফিউজি অ্যাথলেটরা এই প্রথমবারের মতো অলিম্পিক গেমসে যোগদান করছে। তাদের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে এবং তারা অলিম্পিক মশাল বহন করবে। ৪ঠা আগস্ট প্রফেসর ইউনূস অন্য সেলিব্রিটিদের সঙ্গে মশাল বহনকারী হিসেবে মশাল রিলেতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *