গ্যাসের দাম বাড়ালে সিএনজি স্টেশন বন্ধ হওয়ার আশঙ্কা মালিকদের

Slider অর্থ ও বাণিজ্য টপ নিউজ

25654_cng

 

গ্যাসের দাম বাড়লে ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন সিএনজি ফিলিং স্টেশনগুলোর মালিকরা। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারসন ওয়ার্কশপ মালিক সমিতির আয়োজিত ‘পরিবহন ভাড়া ও সিএনজি মূল্য বৃদ্ধি থামাও’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মাসুদ খান সভায় অভিযোগ করেন, দেশের সবগুলো গ্যাস কোম্পানী লাভজনক অবস্থায় থাকা সত্বেতও তারা অন্যয়ভাবে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। ইতিপূর্বে, গতবছর সেপ্টেম্বর মাসে সিএনজির দাম ২৬% বাড়ানো হয়েছিল। সে সময় পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়ে দেড়গুন হয়েছিল। এবার গ্যাস কোম্পানীগুলো ৮৩% দাম বাড়ানোর প্রস্তাব করেছেন। এটা করা হল আবারও পরিবহন ভাড়া বড়বে। এবং তা হবে দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে গ্যাস চালিত যানবাহনের পাশাপাশি তেলচালিত পরিবহনের ভাড়াও বেড়ে যাবে বলে সতর্কতা দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল মকসুদ, স্থপতি মোবাশশের হোসেন, এম শামসুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *