হাতে হাত রেখে জঙ্গিবাদ রুখে দেয়ার প্রত্যয়

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা

13726648_1812223038918561_3833561021778483229_n

 

হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদ রুখে দেয়ার প্রত্যয় প্রকাশ করেছেন দেশের সব বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাম্প্রতিক জঙ্গি হামলার সঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়িত থাকায় তৈরি হওয়া উদ্বেগের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আজ  সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে হাতে হাত রেখে শিক্ষার্থী জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেন। রাজধানীতে এ কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, কল্যাণপুর, উত্তরা, রাসেল স্কয়ার, বনানীসহ বিভিন্ন এলাকায়। এসব কর্মসূচিতে অংশ নেয় স্ব স্ব এলাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ এর শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টার কিছু আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ৫টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেন। কলেজগুলো হলো- বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তেজগাঁও সরকারি কলেজ ও ঢাকা নার্সিং কলেজ। কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনুর রশিদসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর পাশেই কর্মসূচি পালন করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে হাত রেখে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারিরাও অংশ নেন। বনানীর প্রধান সড়কে কর্মসূচি পালন করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসের সামনে কর্মসূচি পালন করে। কল্যাণপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন আশা ইউনিভার্সিটি ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। ধানমন্ডির রাসেল স্কয়ারে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। এছাড়া সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত কলেজ এবং মাদ্রাসায় একই ধরণের কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *