চুয়াডাঙ্গায় আশ্রমে দুর্বৃত্তদের আগুন, ২ সাধুর চুল কর্তন

Slider জাতীয়

file (1)

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা; শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মুখোশধারী দুর্বৃত্তরা একটি আশ্রমে হামলা চালিয়ে সাধুসহ দুইজনকে বেঁধে মারপিট ও চুল কেটে দিয়েছে। এ সময় আশ্রমের দুইটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ১০ দিনের মধ্যে এলাকা ছেড়ে দেয়ার হুমকিও দিয়েছে তারা।

আশ্রমের সেবায়েত জুলমত আলি শাহ জানান, গত রাতে তারা আশ্রমে ঘুমাচ্ছিলেন। রাত ১২টার পরে ৮/৯ জনের মুখোশধারী দুর্বৃত্ত হাতে ধারালো ছোরা ও ব্যাগ নিয়ে ঘরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বিছিন্ন করে প্রথমে তার স্ত্রী মোমেনা খাতুনের (৫৫) হাত ও চোখ বাঁধে। পরে পাশের দুটি গাছের সাথে তাকে ও সাধু হরেন্দ্রনাথকে (৭০) চোখ বেঁধে নির্যাতন করে ও চুল কেটে দেয়।
এসময় দুর্বৃত্তরা ঘর থেকে সব বাদ্যযন্ত্র, আসবাবপত্র, ধর্মীয় বইপত্র ও আশ্রমের দুটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা যাবার সময় হুমকি দিয়ে যায় যে, আগামী ১০ দিনের মধ্যে এলাকা না ছাড়লে বোমা মেরে আশ্রম উড়িয়ে দেয়া হবে ও সবাইকে জবাই করে হত্যা করা হবে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

খবর পেয়ে শনিবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ রশিদুল হাসান বেলা ১২ টার দিকে আশ্রম পরিদর্শন ও আহতদের খোঁজ নেন। এছাড়া দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এ ব্যপারে দামড়হুদা থানায় একটি মামলা দায়ের হয়েছে ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *