জাতিসংঘ ঢাকা অফিসের নিরাপত্তা জোরদার

Slider বাংলার মুখোমুখি সারাদেশ

10917893_1586310234843177_2785436532876773338_n

ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়সহ সংস্থাটির অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস এবং কর্মকর্তাদের বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগেও বেশকিছু পদক্ষেপ নিয়েছে। সমপ্রতি এক নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে নিজস্ব উদ্যোগে নেয়া নিরাপত্তা পদক্ষেপগুলোর বিষয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর (ইউএনআরসি) কার্যালয় থেকে পাঠানো ওই নোট ভারবালে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সরকার, কূটনৈতিক মিশনসমূহ এবং সরকারি বিভিন্ন সংস্থার (এজেন্সি) কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। সেখানে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি জাতিসংঘের নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধানের (রুলস অ্যান্ড রেগুলেশন্স) আলোকে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতায় পদক্ষেপগুলো নেয়া হয়েছে। নতুন গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে- অভ্যাগত প্রত্যেক ব্যক্তিকে কন্ট্রোল রুম এবং তার যানবাহনের জন্য ‘ভেহিক্যাল একসেস কন্ট্রোল ওয়ে’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অভ্যাগতদের নিজ নিজ পরিচয় দায়িত্বরত পুলিশ সদস্যের কাছে (স্বেচ্ছায়) সরবরাহের অনুরোধ করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরস্থ আইডিবি ভবনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে (দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের কাছে আগাম তথ্য থাকা) ফ্ল্যাগকারগুলোকে কেবলমাত্র প্রবেশের সুযোগ দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়। ওই কার্যালয়ে কোনো ইভেন্টে অংশ নেয়া ব্যক্তিদের জন্যও ‘নির্ধারিত সিকিউরিটি চেক’-এর ব্যবস্থা থাকছে বলে অবহিত করা হয়। জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয় এবং সংস্থাটির অধীন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অন্য অনেক মিশনের মতো জাতিসংঘের ঢাকা অফিসও নিরাপত্তা বাড়াতে সরকারকে চিঠি দিয়েছিল। তাৎক্ষণিক তাদের চাহিদামতো নিরাপত্তা বাড়ানো হয়েছে। সরকারের পাশাপাশি অনেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছে। সেগুলোরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *