নরসিংদীতে ট্রলারডুবি শিশুসহ নিহত ১২, নিখোঁজ ৮

Slider ফুলজান বিবির বাংলা

 

23972_b4
নরসিংদীর রায়পুরার আড়িয়াল খাঁ নদে ট্রালার ডুবে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। অন্তত ৮ যাত্রী নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত সকলের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে যাত্রীবাহী ট্রলারটি শিবপুর থেকে আড়িয়াল খাঁ নদীপথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের গণিশাহ মাজারে ওরস শরীফে যাচ্ছিল। ট্রলারটি ছাড়ার ২০ মিনিটের মধ্যে ডুবে যায়। নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান জানান, ঢাকা থেকে ৪/৫ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসেছে। উদ্ধার কাজের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে তদারকি করছে। নিহতদের ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বেলাবো উপজেলার দেওয়নাচর গ্রামের আবদুস কুদ্দুছের ছেলে ইয়াছিন (৭), জেদের নেছা (৬০), বারৈচা গ্রামের সুন্দর আলীর মেয়ে জেরিন (৬), একই গ্রামের মিলনের মেয়ে মার্জিয়া (৪) ও মালেকা খাতুন (৫০), রফিকের ছেলে রাকিবুল (৬) ও আক্তারের ছেলে সম্রাট (১০)। আহতরা ভৈরব, বেলাবো ও রায়পুরায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নৌকায় থাকা যাত্রী মো. আবদুস সাত্তার জানান, প্রতি বছরের ন্যায় বেলাবো ও রায়পুরা এলাকার ৬-৭ গ্রামের প্রায় ৩ শতাধিক লোককে নিয়ে ট্রলারে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা গণিশাহ মাজারের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নেয়। পূর্বপ্রস্তুতি অনুসারে গতকাল শনিবার সকালে রায়পুরা উপজেলার সীমাধীন আড়িয়াল খাঁ নদের জঙ্গিশিবপুর বাজার ঘাটে সব লোকজন একত্রিত হন। বেলা সাড়ে ১১টায় পর দুটো ট্রলার একটিতে উঠে পুরুষ এবং অন্যটিতে উঠে শিশু ও মহিলারা। পুরুষের ট্রলারটি ছাড়ার পর মহিলা ও শিশুদের ট্রলার ছাড়ার ১০ মিনিটের মধ্যে ঘাটেই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা মহিলা ও শিশুদের চিৎকারে বাজারের লোকজন এসে উদ্ধার অভিযান চালায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *