ফেনীতে ট্রাকের উপর মালবাহী ট্রেনের ধাক্কা, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যহত

Slider জাতীয়

23547_rail

 

ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রাকের উপর মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে রেললাইন ও মহাসড়কের উপর আছড়ে পড়েছে। আজ ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফেনী রেল স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, ভোর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী মালবাহী একটি ট্রাক মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিং এলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহি ট্রেন ফতেহপুর রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় ট্রাকটিকে সজরে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ইঞ্জিনটি ছিটকে পড়ে যায়। পরে ফেনী থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে যেয়ে মালবাহী ট্রেনটিকে টেনে ফেনী রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ ইঞ্জিনটিকে উদ্ধারে চট্টগ্রাম ও লোকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্যেশে রওয়না দিয়েছে। রিলিফ ট্রেনগুলি এলে ক্ষতিগ্রস্থ ইঞ্জিলটি উদ্ধার করে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি জানান। এদিকে মহাসড়কের উপর ক্ষতিগ্রস্থ ইঞ্জিল ও ট্রাকটি পড়ে থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে গাড়ী ধীরগতিতে চলাচল করছে। কিছুসংখ্যক যাত্রীবাহি ও পণ্যবাহী পরিবহন বিকল্প সড়ক দিয়ে যাতায়ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *