আইএস দমনে সবচেয়ে বড় রণতরী নামাবে ফ্রান্স

Slider সারাবিশ্ব

151115084725_facebook_profile_france_640x360_facebook_nocredit

 

ভয়ঙ্কর নিস হামলার পর জঙ্গিগোষ্ঠী আইএস’র বিরুদ্ধে এবার নিজেদের সেরা রণতরী নামাবে ফ্রান্স। দেশটির ভয়ালদর্শন চার্লস দ্য গল এয়ারক্রাফট ক্যারিয়ারকে বেশ সমীহের চোখেই দেখেন বিশ্বের সমরবিদরা। বৃটেনের দ্য সানের এক খবরে বলা হয়েছে, রক্তাক্ত নিস হামলায় ৮৪ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ জাতির উদ্দেশে ভাষণ দেন। এই ভাষণে তিনি বিদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আগের দিনের একটি ঘোষণার কথাও বক্তব্যে উল্লেখ করেন। তাতে আইএস বিরোধী লড়াইয়ে চার্লস দ্য গল মোতায়েনের কথা উল্লেখ ছিল।
প্রেসিডেন্ট ওঁলাদে বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ইচ্ছা কোনো কিছুই দমাতে পারবে না। যারা আমাদের নিজ মাটিতে হামলা চালায়, তাদের বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে আমরা প্রচেষ্টা জোরদার করবো।’
প্রসঙ্গত, ফ্রান্সের এই এয়ারক্রাফট ক্যারিয়ার পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় রণতরী। এ বসন্তে ভূমধ্যসাগরে ফিরবে এটি। ওঁলাদে ঘোষণা দিয়েছিলেন, ‘চার্লস দ্য গলকে আবারও অপারেশন ক্যামালে পাঠানো হবে। কারণ, জানুয়ারি ও নভেম্বরে এখানে যারা হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা চালাতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *