সমতা ফেরালো আয়ারল্যান্ড

Slider খেলা

 

2015_07_02_08_19_07_dgPcm0xfxq6y9RL8U2KZyRfrpv4xIV_original

 

 

 

 

ঢাকা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা ফেরালো আয়ারল্যান্ড। বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আইরিশরা। আফগানদের ছুঁরে দেওয়া ২৩৬ রান স্বাগতিকরা টপকে গেছে ১৫ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে।

এদিন টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ৪৯.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে তোলে ২৩৬ রান। সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার আহমেদ শাহজাদ। তিনি ৯৫ বলে ১০ চারের সাহায্যে এই ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ নবী ৪১বলে ৪০, অধিনায়ক আসগর স্ট্যানিকজাই ৪৯ বলে ৩৩ রান করেন। কেভিন ও’ব্রায়েন ২৮ ও ম্যাককার্থি ৫৭ রানে ৩টি করে উইকেট নিয়েছেন।

২৩৬ রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আইরিশদের। কাজটা আরো সহজ করে দিয়েছেন অ্যাড জয়েস। সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান ১৩৫ বলে খেলেছেন অপরাজিত ১০৫ রানের ইনিংস। চার মেরেছেন আটটি, ছয় একটি। এছাড়া কেভিন ও’ব্রায়েনের ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ৭৫ রান। চার মেরেছেন সাতটি। ২১ রানে ২ উইকেট নিয়েছেন হামিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *