জাকির নায়েকের মাথার দাম ৫০ লাখ রুপি ঘোষণা করলেন সাধ্বী প্রাচী

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা

22527_Zakir

 

ইসলামি বক্তা জাকির নায়েকের মাথার দাম ৫০ লাখ রুপি ঘোষণা করেছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের সাবেক নেত্রী সাধ্বী প্রাচী। তিনি ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি জাকির নায়েকের শিরñেদ করতে পারবে তাকেই এই পুরস্কার দেয়া হবে। তিনি উত্তরাখন্ডের রুরকিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় এ ঘোষণা দেন। তিনি বলেন, জাকির নায়েক একজন ইসলাম প্রচারক নন, তিনি ‘টেরোরিস্ট’। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। সাধ্বীপ্রাচী বলেছেন, জাকির নায়েককে হত্যার পুরষ্কার তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দেবেন। কোন সংগঠনের নেত্রী বলে সেখান থেকে এ পুরস্কার দেবেন না। ওদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে যে, তার মতো যেসব ধর্ম প্রচারক মাদ্রাসাগুলোতে নিয়োজিত আছেন তাদের সবার সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি তদন্ত করা উচিত বলে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। পরে সাধ্বীপ্রাচী বলেছেন, জাকির নায়েকের মাথার দাম ঘোষণা দেয়ার পর তাকে হুমকি দেয়া হয়েছে। হুমকিদাতা তাকে ফোন করেছিল। এ সময় সে নিহেকে শাহিদ হিসেবে পরিচয় দিয়েছে। বলেছে, সে সাধ্বীপ্রাচীকে অপহরণ করবে। এ হুমকির প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পুলিশে অভিযোগ দেয়ার কথা সাধ্বী প্রাচীর। তবে জাকির নায়েকের মাথার দাম ঘোষণাকারী তিনি একাই নন। এর আগে গত মঙ্গলবার শিয়াদের একটি গ্রুপ ‘হুসেইনি টাইগারস’ জাকির নায়েকের মাথার দাম ঘোষণা করেছে। তারাও বলেছে, জাকির নায়েকের শিরñেদ করতে পারলে পুরস্কার দেয়া হবে ১৫ লাখ রুপি। ফেসবুকে হুসেইনি টাইগার্স প্রধান সৈয়দ কলবে হুসেইন নাকভি লিখেছেন, তিনি (জাকির নায়েক) একজন খলনায়ক। যে তাকে হত্যা করতে পারবে তাকে আমরা নগদ পুরস্কার দেবো। উল্লেখ্য, ঢাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে বলে অভিযোগ আছে। এরই মধ্যে বাংলাদেশে তার পিস টিভি বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *