সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

Slider জাতীয়

 

Gunfight-0120160526104846

 

 

 

 

সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম শহরের রসুলপুর মধুমোল্লার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর অতর্কিতভাবে আক্রমণ করে ও পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়।

অভিযানের নেতৃত্ব দেন সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেন।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *