আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

Slider জাতীয়

 

2015_11_10_13_29_38_6MuQ2jvQkTDnIRvJM0nGOHAH9Q4Fzq_256xauto

 

 

 

 

যশোর: যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ জুলাই) বিকেলে শহরের উকিলবার এলাকার বহুল আলোচিত ‘হোটেল সুপারস্টার’ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাগুরা সদর উপজেলার সীমাখালি গ্রামের শহিদ উদ্দিনের মেয়ে তিশা (১৯), মাগুরার শালিখা থানার কৃষ্ণপুর গ্রামের শামছুর রহমানের মেয়ে রত্মা (২০), যশোর শহরের রিয়াজ উদ্দিনের মেয়ে তিথিলা আহম্মেদ (১৯), ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে তায়েবা (১৮), অভয়নগরের মাগুরা গ্রামের মাসুদ রানার স্ত্রী মনোয়ারা বেগম (২০), শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আজগর আলীর স্ত্রী জাহানারা (২২) ও নড়াইল সদর উপজেলার শরপোড়া গ্রামের মান্নান গাজীর মেয়ে রাবেয়া (১৮)।

এ ছাড়াও আরও সাত জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন  জানান, বিকেলে সুপারস্টার হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *