কাশ্মিরজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৮

Slider সারাবিশ্ব

085048-01-02_222957

 

 

 

 

 

ভারত শাসিত জম্মু ও কাশ্মির রাজ্যে শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।

 এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানায়, হিজবুল কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি নিহতের প্রতিবাদে এদিন একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত আট বিক্ষোভকারী নিহত হন। আহত হয়েছেন আরো অন্তত ৯৫ জন। তাদের মধ্যে পুলিশও রয়েছেন।

এরআগে শুক্রবার দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি ও তার দুই সহযোগী।

এর প্রতিবাদে শনিবার কাশ্মিরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশ চৌকিতে হামলা চালায়, নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশও। শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালায়। এতে মৃত্যু হয় আট জনের। সংঘর্ষে আহত হন পুলিশসহ ৯৫ জন।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা কুলগানের বিজেপি অফিসেও হামলা চালায়। কার্ফু জারি সত্ত্বেও বুরহানের মরদেহ নিয়ে এদিন রাস্তায় নামে প্রায় ৫০ হাজার মানুষ।

এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে শনিবার কাশ্মির উপত্যকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

স্থগিত ঘোষণা করা হয়েছে অমরনাথ যাত্রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *