ঢাকা: রবিবার (৩ জুলাই) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত সাংবাদিক সম্মেলনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।