গাজীপুরে চালককে জাবাই ২ ছিনতাইকারী আটক

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

police

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জয়দেবপুর-পূাবেইল সড়কের  নীলের পাড়া এলাকায় চালককে জবাই করে সিএনজি ছিনতাই করার সময় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করেছে।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত গাজীপুর মহানগরের জয়দেবপুর-পূবাইল রোডের নীলেরপাড়া নামক স্থানে সাবেক মন্ত্রী আ স ম আঃ রবের বাগানবাড়ির সামনে ওই ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম মনির হোসেন(৩০)। পিতার নাম মৃত আঃ মজিদ। বাড়ি গাজীপুর মহানগরের পূবাইল এলাকার বসুগাও গ্রামে।

আটক দুই ছিনতাইকারী রুবেল মিয়া(২৯) ও রফিকুল ইসলাম (১৮) এর পূর্নাঙ্গ ঠিকানা সঙ্গীয় আসামীদের আটকে অভিযান চলমান থাকায় প্রকাশ করে নি  পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার মধ্যরাতে জয়দেবপুর-পূবাইল রোডের নীলের পাড়া এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রী আস ম আব্দুর রবের বাগান বাড়ির সামনে রাস্তার মধ্যে কয়েক ব্যাক্তি একটি সিএনজি নিয়ে টানাটানি শুরু করেন। এসময় একটি ট্রাক রাস্তার সাইড নিতে জোরে হুইসেল দিলে ছিনতাইকারীরা সিএনজি রেখে পালিয়ে যায়। ট্রাক ড্রাইভার ট্রাক থেকে নেমে সিএনজির মধ্যে চালকের জবাইকরা লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে আসলে সহকর্মী এক সিএনজি চালক মনিরের লাশ সনাক্ত করেন।

এদিকে মঙ্গলবার ভোররাতে ঘটনাস্থল সংলগ্ন কানাইয়া আনন্দধারা স্কুলের সামনে থেকে স্থানীয় জনতা রুবেল ও রফিকুল নামে দুই সন্দেহভাজন লোককে আটক করে গনপিটুনি দেয়। আটককৃতরা নীলের পাড়ায় সিএনজি চালককে জাবাই করার ঘটনা স্বীকার করে গাজীপুরের সালনা এলাকার আরো ৩ সহযোগী ছিনতাইকারীর নাম বললে। অতঃপর  পুলিশ ডেকে ওই দুই ব্যাক্তিকে সোপর্দ করা হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আক্রাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃতরা বর্তমানে জয়দেবপুর থানায় রয়েছে। তাদের স্বীকারোক্তিমূলে ঘটনার সঙ্গে জড়িত অপর আসামীদের গ্রেফতারে  পুলিশ অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *