অসদাচরণ: ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা সাময়িক বরখাস্ত

Slider বাংলার আদালত

 

 

court_221860

 

 

 

 

 

 

অসদাচরণের অভিযোগে ঢাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জুয়েল রানার বিরুদ্ধে প্রধান বিচারপতি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচার-বহির্ভূত, অশালীন, অসংযত, মিথ্যা অভিযোগসহ অসদাচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং উক্ত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাকে চাকরি থেকে সাময়কি বরখাস্ত করার পরামর্শ প্রদান করেছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী মো. জুয়েল রানাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতঃ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১১(১)  অনুযায়ী চাকরি হতে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময় অভিযুক্ত কর্মকর্তা প্রচলিত বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *