চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতরা হলেন-মাদারিপুর জেলার সুনাম ঘাটা গ্রামের ধোপাই বারীর ছেলে কালাই বারী, একই এলাকার কানাইসরদার ট্যাক গ্রামের আহমেদ আলী সরদারের ছেলে তালেব আলী সরদার, তুচ্ছ গ্রাম খাসেরহাট এলাকার সোনামুদ্দীন খাঁনের ছেলে হারুন খাঁন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জোঞ্জালীর ছেলে রফিকুল হক (৪০) ও দুর্লূভপুর বাজার এলাকার তাজমুল হকের মেয়ে ও দুলর্ভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী বুলি খাতুন (১৩)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আকাশে প্রচুর মেঘ ছিল। এসময় হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় জমিনপুর গ্রামের একটি খড়ের ঘরে রফিক, কালাইবারী, তালেব আলী ও হারুন খাঁন আশ্রয় নেই। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানায় নিহত কালাইবারী, তালেব আলী ও হারুন খাঁন তাবলীগ জামায়াতের সাথে ওই এলাকাতে এসেছিলেন।