গাজীপুর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা বিনোদন ও মিডিয়া

13528912_10207771398697695_6066845582546652142_n

 

ফাহিমা নূর/ মোঃ জাকারিয়া, গাজীপুর অফিস: গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ও দুটি সংগঠনের যৌথ সহযোগিতায় গাজীপুরে ইফতার পার্টি অনুষ্ঠিহ হয়েছে।

বৃহসপতিবার গাজীপুর মহানগরের প্রাণ কেন্দ্র রাজবাড়ি রোডের ফেনটম চাইনিস রেষ্টুরেন্টে ওই অনুষ্ঠন হয়।

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ও জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখা।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আলহাজ এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটিকরপোরেশনের কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সহসভাপতি ও গাজীপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এ বি এম নাসির উদ্দিন নাসির, গাজীপুর প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন মুকুল, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার নুরুল আমিন, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবিদ হোসেন বুলবুল, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ,  গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলিয়াস চৌধুরী, গাজীপুর অনলাইন পত্রিকার সম্পাদক এম এ কবির, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন রনি, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের দপ্তর সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, ভাওয়াগ গড় বাঁচাও আন্দোলনের ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, গাজীপুর বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির, কালচারাল স্কুল মনছবির প্রন্সিপাল মোস্তফা কামাল, প্রভাতি স্পোটিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোতাহার হোসেন মাষ্টার প্রমূখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (ডিআইওওয়ান) মোঃ সিরজুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার(এনএসআই)  কর্মকর্তা শহিদুল ইসলাম ও মিজানুর রহমান, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক মীর আলিমুজ্জামান, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের কর্মকর্তা মোঃ রায়হান মিয়া, মোঃ মিজানুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল,  গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহবুব আলম, গাজীপুর গ্রামীন ফোন সেন্টারের প্রোপাইটর মোঃ জাকারিয়া, গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম এর উপ-সম্পাদক ফাহিমা নূর ও গাজীপুর কোর্ট রিপোর্টার সামছুদ্দিন প্রমূখ।

আলোাচনা সভা শেষে দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করে ইফতার করা হয়।

13511994_10207771389097455_350330395614776306_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *