দায়িত্বে অবহেলা, শান্তিরক্ষী ফেরত পাঠাবে জাতিসংঘ

Slider সারাবিশ্ব

19917_int

 

দক্ষিণ সুদানের মালাকালে অবস্থিত শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে বেশ কিছু শান্তিরক্ষীকে যার যার দেশে ফেরত পাঠাবে জাতিসংঘ। তারা কোন কোন দেশের সদস্য তা জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, গত ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি জাতিসংঘ পরিচালিত ওই শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে এ হামলা চালায়। এতে বেসামরিক কমপক্ষে ৪০ জন মানুষ মারা যান। তাদের শিবির আগুনে পুড়িয়ে দেয়া হয়। আহত হন ১২৩ জন। জাতিসংঘ শান্তিরক্ষী বিষয়ক প্রধান হার্ভে ল্যাডসোউস বুধবার স্বীকার করেছেন যে, ওই সময় জাতিসংঘের শান্তিরক্ষীরা যথাযথ পদক্ষেপ নেন নি। এটা ধরা পড়েছে এক তদন্তে। ওই শরণার্থী শিবিরে আশ্রয় ছিল প্রায় ৪৮ হাজার মানুষের। হামলার পর প্রায় ২০ হাজার মানুষ তাদের আশ্রয় হারান। কিনউ ওই সময় জাতিসংঘ শান্তিরক্ষীরা যথাযথ পদক্ষেপ নেন নি। হার্ভে ল্যাডসোউস বলেন, ওইসব শান্তিরক্ষীর নাম আমি প্রকাশ করবো না। ওইসব ইউনিট ও বিশেষ বিশেষ কর্মকর্তাকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *