কুম্বলে না শাস্ত্রী, কে হচ্ছেন কোহলিদের কোচ?

Slider খেলা

 

01_220014

 

 

 

 

 

আজই নতুন কোচ পেয়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার আর ভিভিএস লক্ষ্মণরা আজ রবি শাস্ত্রী, অনিল কুম্বলে ও সন্দীপ পাতিলের সাক্ষাতকার নেবেন। তবে সরাসরি ইন্টারভিউ বোর্ডে থাকবেন না শচীন। লন্ডন থেকে টেলিকনফারেন্সে যোগ দেবেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ২১ জনের তালিকা দেয়া হয়েছে তাদের প্রায় সবার সাথেই কথা বলবে শচীন-সৌরভ-লক্ষণের সিলেকশন বোর্ড। কলকাতার একটি হোটেলে বসছে ভারতীয় দলের কোচ নেবার জন্য সাক্ষাতকার পর্ব।

কেউ সরাসরি সাক্ষাতকার দেবেন কেউবা টেলি কনফারেন্সে। ২১ জনের তালিকায় রয়েছেন প্রবীণ আমরে, লালচাঁদ রাজপুতরাও, টম মুডি, অ্যান্ডি মোলস, ট্রেভর পেনি, অনিল কুম্বলে ও রবি শাস্ত্রীর মতো বড় বড় নাম।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে কোচ হবার জন্য আসল লড়াইটা হবে অনিল কুম্বলে ও রবি শাস্ত্রীর মধ্যেই। তবে সবচেয়ে ভালো সম্ভাবনা নাকি রবি শাস্ত্রীরই। আজ যিনি নির্বাচিত হবেন আগামীকালের মধ্যে তার নাম বোর্ডে পাঠাতে হবে।

এরপর শুক্রবার ধর্মশালায় ভারতীয় ক্রিকেট দলের বৈঠকে কোচের নাম ঘোষণা করবেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *