‘২০৪১ সালের মধ্যে দেশে নির্বাচন হবে না’

Slider রাজনীতি

 

CPD.......5-BG20160619160548

 

 

 

 

ঢাকা: ২০৪১ সালের মধ্যে দেশের জনগণের ভোটে জাতীয় নির্বাচন আর হবে না বলে আশঙ্কা করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ।

রোববার (১৯ জুন) রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা ২০১৬ শীর্ষক সেমিনারে তিনি আশঙ্কার কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, বর্তমান সরকার যে পথে হাঁটছে তাতে বুঝা যাচ্ছে যে আগামী ২০৪১ সালের মধ্যে আর জনগণের ভোটে নির্বাচন হবে না।

সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম ম‍ুস্তফা কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-  অর্থ ও পরিকল্পানা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমানসহ অর্থনীতিবদ,ব্যবসায়ী এবং সিপিডির কর্মকর্তারা।

বর্তমানের নির্বাচন কেনো নিবার্চন না উল্লেখ তিনি বলেন, এবারের বাজেটের আকার বেড়েছে। কিন্তু দেখুন বাজেটে আগের বছরের চেয়ে নির্বাচন কমিশন খাতে বরাদ্দ কমানো হয়েছে ২০০ কোটি টাকা। রাজনৈতিক চাপে নির্বাচন কমিশন খাতের বরাদ্দ না কমিয়ে নিবার্চন কমিশন বাদ দিয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *