জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সহ বিভিন্ন মামলায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার( ১৮ জুন) গভীর রাত থেকে রোববার( ১৯ জুন) সকাল পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচবিবি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আমিনুল ইসলামে গ্রেফতার করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামিদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।