স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : ডিবি পুলিশ পরিচয়ে ৭২ লাখ টাকা ছিনতাইয়ের ২৪ ঘন্টা না যেতেই একই কায়দায় গ্রামীন ফোন কাস্টমার সার্ভিসের সাড়ে ৩লাখ টাকা ছিনতাই হয়েছে।
বৃহসপতিবার বিকাল পৌনে ৪টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে ওই ঘটনা ঘটে।
ঘটনার ভিকটিম গাজীপুর চান্দনা চৌরাস্তার গ্রামীন ফোন কাস্টমার সার্ভিস মুক্তা এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি(এসি) হাবিবুর রহমান জানান, তিনি ও তার প্রতিষ্ঠানের সুপারভাইজার সাইফুল ইসলাম কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রামীন ফোনের কাস্টমার সার্ভিসের সাড়ে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে গাজীপুর রওনা হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
হাবিবুর রহমান আরো জানান, এসময় মাইক্রোবাস থেকে স্বশস্ত্র অবস্থায় ৬ ব্যাক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের দুই জনকে টাকার ব্যাগ সহ গ্রেফতার করে হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলেন। এরপর মাইক্রোবাসটি টাঙ্গাইলের দিকে যেতে যেতে কালিয়াকৈরের খাড়াজোড়া নামক স্থানে গিয়ে টাকা রেখে দুই জনকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। অতঃপর স্থানীয় জনতা আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ সংবাদ দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, টাকা উদ্ধার ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
বুধবার গাজীপুর মহানগরের বিশ্বরোড সংলগ্ন জাজর এলাকায় অবস্থিত নার সুয়েটার ফাক্টরীর কর্মকর্তারা শ্রমিকদের বেতন দিতে ৭২ লাখ টাকা নিয়ে গাড়িতে করে ফ্যাক্টরীতে আসার সময় রাত ৮টার দিকে একটি মাইক্রোবাস টাকা বাহী গাড়িটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই করে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘোড়াশাল ব্রীজ থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় গাড়িটি(ঢাকা মেট্রো চ-১১-৮৪৫৬) উদ্ধার করে। গাড়িতে পুলিশের ব্যবহৃত একটি ওয়ারলেছ সেট পাওয়া যায়। তবে ছিনতাইকারীরা পালিয়ে যায়।