ফিতরা জনপ্রতি ৬৫ টাকা

Slider জাতীয়

18619_ramadan

 

এ বছরের জন্য সাদাকাতুল ফিতর বা ফিতরা নির্ধারিত হয়েছে জনপ্রতি ৬৫ টাকা। আজ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভার পর ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এই হিসাবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানান ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। ইসলামী নিয়মানুসারে, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে অভিভাবককে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬০ টাকা; তার আগের বছর ছিল ৬৫ টাকা। আবদুস সালামের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও আলেমদের কয়েকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *