প্রথম মামলায় রানাসহ ১৮ জনের বিচার শুরু

Slider বাংলার আদালত

2016_05_06_22_53_49_rKIkLNbynVtcyepIsvYpF3qrVCFcwI_original

 

 

 

 

ঢাকা : ইমারত নির্মাণ আইনের মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার মা-সহ ১৮ জনের বিচার শুরু নির্দেশ দিয়েছেন আদালত। গতবছর ১ জুন ইমারত নির্মাণ আইনের মামলার ১৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল, আজ চার্জগঠন করা হল।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান চার্জ গঠনের এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আগামী ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

শুনানিকালে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে ৫ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় ১১৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় ২ হাজার শ্রমিক। ধ্বংসস্তুপের নিচ থেকে ২৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *